সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ৫:২৫
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের ছাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৮), তার স্ত্রী নাসরিন আক্তার (২৭) ও তাদের সন্তান আবু হুরাইরা (১৪)। বাকি দুইজন হলেন সিএনজি চালক ও একজন অজ্ঞাতপরিচয় যাত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ নিশ্চিত করেছেন, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজীপুরে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার বাবা ছাবেদ আলী গুরুতর অসুস্থ হওয়ায় শুক্রবার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে মাওনা থেকে বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।