সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে মানহানির মামলা

2 Min Read

ডাসার প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে হেয়প্রতিপন্ন করায় মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৈয়দ শাহ আলম ও সৈয়দ বেলায়েত হোসেন এর নামে দুই কোটি টাকা উল্লেখ করে দুটি মানহানি মামলা দায়ের করেন ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জাতীয় দিনকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান আজাদ ও ডাসার প্রেসক্লাবের সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি ও দেশের কন্ঠ পত্রিকার সম্পাদক সৈয়দ রাকিবুল ইসলাম।

সাম্প্রতিক মাদারীপুর আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসারের ৩৩ নং ধামুসা মৌজার ১ নং খতিয়ানের ৭২১ নং দাগে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করায় ধারাবাহিক ভাবে ডাসার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন নিউজ প্রকাশ করেন।

এরই জেরে গত ৩০ মার্চ আসামি সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন উপজেলার পাথুরিয়াপাড়ে একটি সংবাদ সম্মেলন করেন। নিজের অপরাধ ঢাকতে সেখানে তিনি মিথ্যা ভিত্তিহীন ও মনগড়া তথ্য প্রচার করে বলেন আতিকুর রহমান ও  সৈয়দ রাকিবুল ইসলাম আমার কাছে চাদা দাবি করেন। চাদা না দেয়ায় মিথ্যা নিউজ প্রকাশ করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে হেয়প্রতিপন্ন ও মানহানি করায়, সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেনের বিরুদ্ধে আলাদা ভাবে বাদী আতিকুর রহমান আজাদ ও সৈয়দ রাকিবুল ইসলাম আদালতে দুটি মানহানি মামলা দায়ের করেছেন এবং দুটি মামলায় দুই কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বাদী আতিকুর রহমান আজাদ বলেন, আমি দীর্ঘদিন যাবত অবিভক্ত কালকিনি ও ডাসার উপজেলার দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক দিনকাল,প্রতিদিনের সংবাদ,ও স্যাটেলাইট চ্যানেল’এস’র ডাসার উপজেলার প্রতিনিধি হিসেবে সম্মানের সহিত সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ প্রচার আসছি।

আসামীদ্বয় নিজের অপরাধ ঢাকতে অপকৌশল অবলম্বন করে সংবাদ সম্মেলন করে মিথ্যা মানহানি করা কথা উল্লেখ করায় ন্যায় বিচার দাবি করে এ মানহানি মামলা দায়ের করেছি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *