সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ববি প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ

তামিম ইকবাল রাজু, বরিশাল:
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ৩:০৪
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ববি প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (ববিপ্রেক) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার (৯ আগস্ট) ববি ক্যাম্পাসের মূল ফটকের সামনে, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ববি প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সময় অংশগ্রহণকারীরা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের হাতে ছিলো প্লাকার্ড, যার মধ্যে লেখা ছিলো – ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই’, ‘গণমাধ্যমের স্বাধীনতা চাই’, ‘অপরাধীর বিচার চাই’, ‘We Demand Justice’, ‘We Demand Safety’, ‘Justice for Tuhin’।

দৈনিক মানবজমিন ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বরিশাল প্রতিনিধি আরিফ হোসাইন বলেন, ৭ আগস্ট গাজীপুরে দৈনিক প্রতিদিনের সাহসী সংবাদকর্মী  আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এটি কোনো ব্যক্তিগত ঘটনা নয়, এটি সমগ্র সাংবাদিক সমাজের জন্য শোক ও হুমকি স্বরূপ। একজন সাংবাদিককে হত্যা মানে সত্যের কণ্ঠরোধ এবং মানুষের জানার অধিকারকে অন্ধকারে ঠেলে দেওয়া।

তিনি আরও বলেন, সরকারসহ অনেকেই গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন, কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না। সাগর-রুনী হত্যার পর দশ বছর পেরিয়ে গেছে, এর মধ্যে অনেক সাংবাদিক নিহত ও নির্যাতিত হয়েছেন, কিন্তু সেসবের বিচার হয়নি। এর ফলে সাংবাদিকরা তথ্য প্রকাশে ভীত ও নিরুৎসাহিত হচ্ছেন।

দৈনিক সংগ্রামের বরিশাল প্রতিনিধি আবু উবাইদা বলেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা আশা করেছিলাম গণমাধ্যম স্বাধীন হবে, তবে সেটি হয়নি। সাংবাদিক তুহিনের হত্যার মাধ্যমে দেশের গণমাধ্যম কর্মীদের উপর আঙুল তোলা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ইন্টারিম গভর্নমেন্টকে সতর্ক করে দিচ্ছে, দ্রুত বিচার না হলে দেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামবে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা তুহিন হত্যার সর্বোচ্চ বিচার দাবি করে একতাবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।