সিরিয়া ছেড়ে অজানা গন্তব্যে বাশার-আল আসাদ

2 Min Read

 

আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম

 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে জানিয়েছে বিবিসি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে রোববার সকালে এ তথ্য জানায় বিবিসি।

 

রয়টার্স দেশটির দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন। তবে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এসওএইচআর ওয়ার মনিটর বলেছে, দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া একটি ব্যক্তিগত বিমান সম্ভবত আসাদকে বহন করেছিল।

 

- Advertisement -

এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো বলছে, “আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি। এই কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছি।”

 

সিরিয়ার রাজধানীর এক ভিডিও আল জাজিরা যাচাই করেছে। সংবাদমাধ্যমটির সাংবাদিকরা বলছে, সৈন্যরা শহর ছেড়ে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখানে এখন গুলির শব্দও শোনা যাচ্ছে।

- Advertisement -

 

প্রসঙ্গত, গত মাসের শেষে হঠাৎ করেই সিরিয়ার পরিস্থিতি বদলাতে শুরু করে। ২৭ নভেম্বর বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে আক্রমণ শুরু করে। পরে গত রোববার (১ ডিসেম্বর) বিদ্রোহীরা আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুর্দি জেলা ছাড়া, বাকি অংশ নিজেদের দখলে নেয়। পরে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা দখলে নেয় বিদ্রোহীরা।

 

শুক্রবার (৭ ডিসেম্বর) সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্ক ঘেরাও করার জন্য অভিযান শুরু করে তারা। এর মধ্যে রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ দখল করার ঘোষণা দেয় বিদ্রোহীরা। অবশেষে পালিয়ে গেলেন বাশার আল-আসাদ।

 

 

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *