সুনামগঞ্জে বিজিবির অভিযানে বিদেশি রিভলবার ও বিস্ফোরক উদ্ধার

By এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি:

1 Min Read

সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ২৫০ গ্রাম উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে ৪৮ বিজিবির একটি বিশেষ টহলদল বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বালুর স্তুপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অস্ত্র-মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালনা সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *