‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই জাতীয় প্রতিপাদ্য এবং বেতাগীর স্থানীয় স্লোগান সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ-এর আলোকে বরগুনার বেতাগীতে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে স্বনির্ভরতা অর্জন এবং বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব।
দিবসের সূচনা হয় সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক কাজে বরিশালে অবস্থান করায় যোগ দিতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাব সভাপতি কামাল হোসেন খান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাব, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন শিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন, এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তুরান।
বক্তারা বলেন, সমবায় শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি সমাজে ঐক্য, সহযোগিতা ও পরস্পর বিশ্বাসের সংস্কৃতি গড়ে তোলে। তাঁদের মতে, দশ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে যদি সবাই সম্মিলিতভাবে কাজ করে, তবে দ্রুত স্বনির্ভরতা অর্জন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব।
তাঁরা আরও যোগ করেন, সমবায়ের চেতনা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে এবং মানুষকে আত্মনির্ভর হতে অনুপ্রাণিত করে যা একটি টেকসই উন্নয়ন ও ন্যায্য সমাজ গঠনের পথ প্রশস্ত করে।

