হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন

ফাইল ছবি।
তীব্র শ্বাসকষ্ট ও নানা শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া দেশের খ্যাতনামা লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন এখন অনেকটাই সুস্থ। হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে তিনি শনিবার (২১ জুলাই) রাতে বাড়ি ফিরেছেন।
গত ৫ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদা পারভীনকে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন এবং প্রতি সপ্তাহে তিনবার ডায়ালিসিস করতে হয়। এছাড়া রক্তে সংক্রমণ, নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাঁর চিকিৎসায় কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হান্নান এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একাধিক মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা পরিচালনা করা হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, শিল্পী ফরিদা পারভীন ঝুঁকিপূর্ণ অবস্থা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে যেহেতু তিনি দীর্ঘদিন ধরে কিডনি বিকল রোগে ভুগছেন, তাই ভবিষ্যতেও শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। বর্তমানে তিনি নিয়মিতভাবে আমাদের হাসপাতালে ডায়ালিসিস নিচ্ছেন।
দেশের সাংস্কৃতিক অঙ্গনে ফরিদা পারভীনের অবদান অসামান্য। তাঁর সুস্থতা কামনায় ভক্ত ও সহশিল্পীরা বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে সংগীতপ্রেমী মহলে।
আপনার মতামত লিখুন