হুমায়ূন আহমেদের গল্পে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’

By বিনোদন ডেস্ক :

2 Min Read

গত কোরবানির ঈদে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তানিম নূরের সিনেমা ‘উৎসব’। টানটান অ্যাকশনের ভিড়ে পারিবারিক আবেগময় গল্পে নির্মিত এই সিনেমাটি যেন দর্শকের কাছে এনে দিয়েছিল এক টুকরো স্বস্তি। প্রথম দিন থেকেই নব্বইয়ের দশকের আবহে তৈরি গল্পটি দর্শকদের কাছে গভীর সাড়া জাগায়। সেই সফলতার ধারাবাহিকতায় তানিম নূর আসছেন নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে, যা মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

‘উৎসব’-এর গল্প ছিল চার্লস ডিকেন্সের ক্লাসিক ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে। এবার নির্মাতা বেছে নিয়েছেন দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’। সিনেমাটির কাহিনি গড়ে উঠবে একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে—অসুস্থ মামাকে দেখতে দিনাজপুর যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা, আর সেই যাত্রাপথেই ঘটে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অনুভবের বিস্তার।

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাঁর গল্পে সিনেমা নির্মাণে বেশ জটিলতা দেখা দিয়েছে। সরকারি অনুদানে জয়া আহসান নির্মাণ করেছিলেন ‘দেবী’, কিন্তু একইভাবে অনুমতির জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ শেষ করতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। সাম্প্রতিক সময়ে সরকারি অনুদান পাওয়া মিস পিংকি আক্তারের ‘লোভ’ সিনেমাটিও এখনো আলোর মুখ দেখেনি। তবে তানিম নূর জানিয়েছেন, লেখকের পরিবারের আনুষ্ঠানিক অনুমতি নিয়েই তিনি কাজ শুরু করেছেন ‘বনলতা এক্সপ্রেস’-এ।

‘উৎসব’-এর মতো নতুন সিনেমাটিতেও থাকবে নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতের ছোঁয়া। ঘোষণামূলক ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে বাজছে অর্থহীন ব্যান্ডের জনপ্রিয় গান ‘চাইতেই পারো’। সিনেমায় থাকছে একঝাঁক তারকা অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজসহ আরও অনেকে। যদিও আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি, জানা গেছে মোশাররফ ও চঞ্চল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছেন, বাকিদের সঙ্গে আলোচনা চলছে।

সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই শুরু হবে শুটিং। দর্শক ও সিনেমাপ্রেমীদের প্রত্যাশা ‘উৎসব’-এর মতো ‘বনলতা এক্সপ্রেস’ও হবে একটি আবেগে ছোঁয়া, সময়ের গতি ছাপিয়ে যাওয়া গল্প।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *