অতিরিক্ত নাটকে ঠাসা ম্যাচে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে

ম্যাড়ম্যাড়ে শুরু হলেও শেষ পর্যন্ত নাটকীয়তায় ভরপুর এক লড়াই উপহার দিল ইন্টার মিলান ও বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে ১২০ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সিমোনে ইনজাগির দল। দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে তারা এগিয়ে থাকল ৭-৬।
মঙ্গলবার রাতে মিলানের সান সিরোতে এই রোমাঞ্চকর ম্যাচে প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় ইন্টার। বিরতির পর মাত্র ছয় মিনিটে দুই গোল করে সমতা ফেরায় বার্সেলোনা। পরে তারা আরও একটি গোল করে এগিয়ে গেলেও ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি। অতিরিক্ত সময়ে দাভিদে ফ্রাত্তেসির গোলে জয় নিশ্চিত করে ইন্টার মিলান।
প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৩-৩ গোলের ড্র হয়েছিল। ফিরতি লেগেও সমানতালে লড়েছে দুই দল। তবে শেষ হাসি হাসে স্বাগতিক ইন্টার।
ইন্টারের হয়ে গোল করেন লাউতারো মার্তিনেস, হাকান কালহানোগলু, ফ্রান্সেসকো আচের্বি ও দাভিদে ফ্রাত্তেসি। বার্সেলোনার হয়ে জালের দেখা পান এরিক গার্সিয়া, দানি ওলমো ও রাফিনিয়া।
ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। তারা মোট ২২টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখলেও দুর্দান্ত পারফরম্যান্স করেন ইন্টারের গোলরক্ষক ইয়ান সমের। দুই লেগ মিলিয়ে ১৪টি সেভ করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। ফিরতি লেগে ম্যাচসেরাও নির্বাচিত হন এই সুইস গোলরক্ষক।
প্রথমার্ধে অনেকটাই নিষ্প্রভ ছিল বার্সেলোনা। সুযোগ হাতছাড়া হয় ইন্টার মিলানেরও। ৪২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন কালহানোগলু। দ্বিতীয়ার্ধে চেহারা পাল্টায় বার্সেলোনা। এরিক গার্সিয়া ও ওলমোর দুই গোল ফিরিয়ে আনে সমতা। পরে রাফিনিয়া এগিয়ে নিলেও শেষ সময়ে আচের্বির গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৯তম মিনিটে ফ্রাত্তেসির গোল ইন্টারকে এগিয়ে নেয় ৪-৩ ব্যবধানে, যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় ম্যাচের নির্ধারক গোল। শেষ দিকে একের পর এক আক্রমণ করেও আর জালের দেখা পায়নি বার্সেলোনা। ইয়ামালের একাধিক প্রচেষ্টা রুখে দেন সমের। শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা চালিয়ে হতাশায় শেষ হয় বার্সার ইউরোপ অভিযান।
এই হারের ফলে মৌসুমে সম্ভাব্য ট্রেবল জয়ের আশা ভেঙে গেল কাতালানদের। কোপা দেল রে এর শিরোপা জিতলেও ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর থাকল না তারা। এখন বাকি লা লিগা, যেখানে তারা শীর্ষে আছে রেয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে। আসছে শনিবার এই দুই দল মুখোমুখি হবে মৌসুমের আরেক উত্তেজনাকর লড়াইয়ে।
ফাইনালে ইন্টার মিলান মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি অথবা ইংলিশ জায়ান্ট আর্সেনালের, যারা আরেক সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৩১ মে, জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হবে ইউরোপ সেরার লড়াই।
আপনার মতামত লিখুন