আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপনের ছবি ও আওয়ামী লীগের লোগো। ছবি-সংগৃহীত
সরকার একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিরোধী দলের নেতাকর্মী ও ভিন্নমতের মানুষের বিরুদ্ধে হামলা, গুম, খুন, নির্যাতন, ধর্ষণসহ নানা মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল।
বিশেষ করে ২০২৩ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমনে তাদের বিরুদ্ধে গুম, পুড়িয়ে হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ সব অভিযোগ দেশি-বিদেশি নানা প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে এবং অনেক মামলাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের ফৌজদারি আদালতে বিচারাধীন রয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিচার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে দলটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ ৫ আগস্টের পর ছাত্র-জনতার ওপর হামলা, উসকানিমূলক মিছিল, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রচার করছে। এসব কর্মকাণ্ডের ফলে মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, দলটি রাষ্ট্রকে অস্থিতিশীল করতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে জড়িত। সরকার মনে করে, সন্ত্রাসবিরোধী আইন ও সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দল ও এর সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা যুক্তিসংগত।
সেই কারণে দলটির কোনো সভা-সমাবেশ, প্রচারণা, প্রকাশনা, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, সম্মেলন বা যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন