আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেয়া হবে না: অনিন্দ্য ইসলাম অমিত

আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে, তা আর কাউকে করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “বিগত ১৬ বছর বিএনপি একটি অস্থির ও দুঃশাসনের সময় অতিক্রম করেছে। মনে রাখতে হবে, বাংলাদেশ একক কোনো সংগঠনের দেশ নয়। এই দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বুধবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির বিজয় র্যালি পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপির যত বড় নেতাই হোন না কেন, যদি তিনি কোনো অপকর্মের সাথে যুক্ত থাকেন, তাহলে তার জায়গা বিএনপিতে হবে না। যারা ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিবে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সমাবেশ ও বক্তারা ‘ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন’ এবং ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “দীর্ঘ সময় ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছে, মামলা-হামলার শিকার হয়েছে, গুম ও কারাভোগ করেছে। কেন তারা এ ত্যাগ স্বীকার করেছে তা ভুলে গেলে চলবে না। আন্দোলনের এই ফসল যাতে বৃথা না যায়, সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।”
তিনি বলেন, এখন নেতাকর্মীদের দায়িত্ব পালনের সময় এসেছে। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা অমিত আরও বলেন, “প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
তিনি বলেন, “একটি আধুনিক বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তা প্রত্যেক গ্রাম, মহল্লা ও জনপদে পৌঁছে দিতে হবে।”
সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র্যালি যশোর দড়াটানা মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তা ও মনিহার বাস স্ট্যান্ড হয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন