আওয়ামী শাসন ছিল এজিদি দমন-পীড়নের প্রতিচ্ছবি: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ২:২০
আওয়ামী শাসন ছিল এজিদি দমন-পীড়নের প্রতিচ্ছবি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে দেশ এক অবর্ণনীয় শোষণ ও দমন-পীড়নের রাজত্ব দেখেছে, যা পতিত আওয়ামী ফ্যাসিস্ট শাসনের ফল। শনিবার আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বিগত ১৬ বছরে আওয়ামী সরকার মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস, অর্থপাচার ও বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে কারারুদ্ধ রাখার মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশে এক ভয়ঙ্কর দমননীতি চালিয়ে গেছে।” তিনি আরও বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ‘এজিদ বাহিনীর’ নিষ্ঠুরতার সঙ্গে তুলনীয়।

তিনি আশুরার তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র আশুরা মুসলিম বিশ্বে আত্মত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার চেতনার প্রতীক। হযরত ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে যে আদর্শিক সংগ্রামের পথ দেখিয়েছেন, তা আজও বিশ্বব্যাপী নিপীড়িতদের অনুপ্রেরণা জোগায়।

তারেক রহমান বলেন, “ইমাম হোসেনের আত্মত্যাগ শুধুমাত্র ধর্মীয় নয়, বরং তা এক গভীর সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধের চেতনা বহন করে। আমাদের দায়িত্ব, দেশে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই চেতনা ধারণ করে সংগ্রাম চালিয়ে যাওয়া।”

এদিনের অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আশুরা হলো আত্মত্যাগ, শোক ও মানবিক মূল্যবোধের মহৎ প্রতীক। ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার ও অনুচররা জালিমের হাতে শহীদ হয়ে আমাদের শিখিয়ে গেছেন—কোনো অবস্থাতেই অন্যায় ও অবিচারের কাছে মাথা নত করা যাবে না।”

তিনি বলেন, “বর্তমান পতিত আওয়ামী স্বৈরাচার দেশের প্রতিটি অঞ্চলকে যেন একেকটি কারবালার প্রান্তরে পরিণত করেছে। গত দেড় দশকে দেশে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে চিকিৎসার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে।”

মির্জা ফখরুল আশুরার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গণমানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান—তেমনই আমাদেরও এ স্বৈরাচারবিরোধী লড়াইয়ে সেই চেতনায় অনুপ্রাণিত হতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, ইমাম হোসেন (রা.)-এর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকামী জনতার সংগ্রাম সফল হবে এবং দেশে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা পাবে।