আজ বুদ্ধপূর্ণিমা: বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের স্মরণ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১১ মে, ২০২৫, ৩:০০
আজ বুদ্ধপূর্ণিমা: বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের স্মরণ

আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মমতে, আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, বোধিলাভ অর্জন করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র।

রোববার (১১ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশজুড়ে শান্তি শোভাযাত্রা, বুদ্ধ মূর্তিতে পূজা, প্রদীপ প্রজ্বালন, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। রাজধানীর বৌদ্ধ মন্দিরগুলোতেও চলছে বর্ণাঢ্য কর্মসূচি।

‘জগতের সকল প্রাণী সুখী হোক’—এই অহিংসা ও সহানুভূতির বাণীবাহক গৌতম বুদ্ধের দর্শন ছিল শান্তি, সাম্য ও মৈত্রীর চর্চা। বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ্বাস, আড়াই হাজার বছর আগে আজকের দিনেই তিনি পৃথিবীতে আবির্ভূত হয়ে মানব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন।

দিবসটি উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুদের শীল গ্রহণ, পিণ্ডদান, দান-সংগ্রহ এবং ধর্মোপদেশ গ্রহণের মতো নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে বৌদ্ধ মঠ ও বিহারগুলোয় প্রভাতফেরি থেকে শুরু করে রাতভর বুদ্ধ বন্দনার আয়োজন থাকছে।