ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।
রোববার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এর বিচারক আফরোজা তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন বলে জানান তাদের আইনজীবী তুহিন হাওলাদার।
এর আগে একই মামলায় মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। মামলার বাদী আমিরুল ইসলাম জানান, প্রায় আট মাস আগে দায়ের করা মামলায় গত ১০ নভেম্বর পরোয়ানা জারি হলেও সেই তথ্য তিনি রোববার নিশ্চিত হয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা ফেরত দেওয়া হয়নি এবং বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, মামলার খবর পেয়ে তিনি বিস্মিত হয়েছেন। তার ভাষায়, যারা মামলা করেছেন, তাদের তিনি চেনেনও না। মামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি ফোনে সাড়া দেননি।
গ্রেপ্তারি পরোয়ানা জারির কপিও গণমাধ্যমের হাতে এসেছে বলে জানা গেছে। মামলাটি এখন আদালতের পরবর্তী কার্যক্রমের অপেক্ষায় রয়েছে।

