আশুলিয়ায় বিএনপির সমাবেশ ও এনসিপির পদযাত্রা, পুলিশে বাড়তি প্রস্তুতি

আশুলিয়ায় ৩০ জুলাই বুধবার বিকেলে বিএনপির সমাবেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে দুই দলের জমায়েতের কর্মসূচী ঘিরে উভয় দলের স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে। বড় ধরনের জমায়েত দেখাতে শোডাউন করবেন নেতাকর্মীরা। আগামি নির্বাচনে ঢাকা-১৯ আসনে এই দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এনসিপি- জাতীয় যুবশক্তিও শক্তি দেখাতে চায় বুধবার।
এদিকে, স্বল্প দূরত্বে দুই দলের প্রায় অভিন্ন কর্মসূচী ঘিরে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রস্তুত প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেছেন, অনেকদিন পর সাভার-আশুলিয়ায় বিএনপি এই কর্মসূচী দিয়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এতে অংশ নিবেন। ঢাকা জেলা বিএনপির এই কর্মসূচীতে জুলাই শহীদ পরিবারের সদস্যরাও অংশ নিবেন। তাদেরকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হবে।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেছেন, আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বুধবার বিকেল ৩টার দিকে দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থানীয় কমিটি’র সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির স্থায়ী কমিটি, জেলা ও উপজেলাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন বলেছেন, আশুলিয়ার বাইপাইলে থেকে পদযাত্রা ও সমাবেশ হবে। এজন্য ভেন্যু পরিদর্শনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সেজুতি হোসাইন বলেন, বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই পদযাত্রা ও সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এতে উপস্থিত থাকবেন।
এদিকে, দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বুধবার বিএনপির জনসভা ও এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। সে কারণে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
বিএনপির দ্বন্দ্বে রাউজান উত্তপ্ত, গুলিতে আহত গোলাম আকবর হাসপাতালে
আপনার মতামত লিখুন