আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজন আটক

By সাভার প্রতিনিধি :

1 Min Read

আশুলিয়ার পাথালিয়ার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়।

বুধবার (২৭ আগস্ট) রাত আটটার দিকে আমবাগান এলাকার মিজানুর রহমানের পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট জব্দ করা হয়।

আটকরা হলেন— আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) এবং ডেন্ডাবর নতুন পাড়ার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত এবং আশুলিয়ায় ভাড়া বাড়ি নিয়ে এ কার্যক্রম চালিয়ে আসছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, “রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *