ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান আন্দোলনকারীদের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত আন্দোলনকারীরা শনিবার রাত ৯টার দিকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন।
আন্দোলনে ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা অংশ নিয়েছেন।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগে গণজমায়েত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ‘মার্চ টু যমুনা’র ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে এক ঘণ্টার মধ্যে কোনো রোডম্যাপ আসেনি। তাই শাহবাগ থেকে আমরা রাজসিক মোড়ে অবস্থান নিয়েছি। পরবর্তী কর্মসূচি যমুনার সামনে।”
এই ঘোষণার পর বিক্ষোভকারীরা শাহবাগ ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে যান।
আজ দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই সেখানে জড়ো হন আন্দোলনকারীরা।
বিক্ষোভে ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ কর’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’সহ নানা স্লোগান শোনা যায়।
শাহবাগ মোড়ের চারপাশে আজও যান চলাচল বন্ধ ছিল। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন