ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে প্রতীকটি দৃশ্যমান থাকলেও, বুধবার আর তা দেখা যায়নি।
নিবন্ধন স্থগিত হওয়ায় প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে ইসির এই পদক্ষেপ ঘিরে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি লেখেন, ‘অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’ তিনি আরও প্রশ্ন তোলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন? কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?’
একজন সাধারণ নাগরিক হিসেবে ইসির উদ্দেশে তিনি আরও লিখেন, ‘আপনারা কি পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের পুরোনো মার্কা ফিরিয়ে দিতে চান?’
উল্লেখ্য, চলতি বছরের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে দলটির প্রতীক ব্যবহারে আইনি জটিলতা দেখা দেয়। ইসির ওয়েবসাইট থেকে প্রতীক সরিয়ে ফেলা সেই প্রক্রিয়ারই একটি ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন