উখিয়ায় র্যাবের অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ আটক ২
জাফর আলম, কক্সবাজার :
প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ৩:২১

উখিয়ায় র্যাবের অভিযানে দুই মাদক কারবারি আটক।
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় র্যাব-১৫ এর দুটি ইউনিটের যৌথ অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ জুলাই) সকালে হোয়াইক্যং ক্যাম্প (সিপিসি-২) ও টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে এক লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— কক্সবাজার সদর উপজেলার উত্তর নুনিয়াছড়া এলাকার মো. মনির (৩২) এবং উখিয়ার মাদারবনিয়া এলাকার মঞ্জুর আলম (২৮)। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন