একদিন পিছিয়ে ৬ মে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে ৬ মে নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ৫ মে’র পরিবর্তে তিনি আগামী মঙ্গলবার লন্ডন থেকে ঢাকায় ফিরবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শায়রুল কবির খান আরও জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। যাত্রায় তার সঙ্গে দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে কাতারের আমির রাজকীয় বহরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বরাদ্দ দেন, যার মাধ্যমে তিনি যুক্তরাজ্যে যান।
লন্ডনে পৌঁছানোর পর তিনি দ্য লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর ২৫ জানুয়ারি তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে স্থানান্তর করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলতে থাকে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন।
আপনার মতামত লিখুন