ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ৬:০৯
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ, ছবি - ফেসবুক থেকে।

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ফাতিমা’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। বঙ্গ (Bongo) প্ল্যাটফর্মে এখন থেকে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

এর আগে, গত বছর ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই এটি ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, যেখানে তাসনিয়া ফারিণ সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন। আন্তর্জাতিকভাবে প্রশংসিত হওয়া এই চলচ্চিত্রটি এবার ঘরে বসে উপভোগ করতে পারছেন দর্শকরা।

ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমার কাহিনিতে উঠে এসেছে এক নারীর অতীত, বর্তমান, স্বপ্ন এবং বাস্তবতার জটিল মিশেল। মানবিক আবেগ, আত্মদ্বন্দ্ব ও সংগ্রামের সংমিশ্রণে নির্মিত হয়েছে এক হৃদয়ছোঁয়া গল্প, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারিণ।

চলচ্চিত্রটিতে তাসনিয়া ফারিণ ছাড়াও আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

সিনেমাটি ওটিটিতে মুক্তি পাওয়ার প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন,

  ফাতিমা আমার অভিনয়জীবনের একটি স্মরণীয় কাজ। আন্তর্জাতিকভাবে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল দারুণ এক অভিজ্ঞতা। এবার সিনেমাটি যখন ওটিটিতে মুক্তি পেল, আশা করছি—বাড়িতে বসে আরও বেশি দর্শক এই গল্পটি উপভোগ করবেন।