ওসি পদে কড়াকড়ি: পুলিশের নতুন নীতিমালায় পদায়ন হবে দক্ষতা, সততা ও বয়সের ভিত্তিতে

পুলিশের পেশাগত শৃঙ্খলা, দক্ষতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশ পরিদর্শক পদে পদায়নের ক্ষেত্রে সরকার নতুন নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ৫৪ বছরের বেশি বয়সী কোনো পুলিশ কর্মকর্তা আর ওসি হিসেবে পদায়ন পেতে পারবেন না। একইসঙ্গে তিনবার গুরুদণ্ডপ্রাপ্ত কোনো কর্মকর্তার জন্যও এই পদ পদায়ন নিষিদ্ধ থাকবে।
নীতিমালায় বলা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা সর্বোচ্চ চারটি থানা অথবা আট বছর পর্যন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এর বেশি হলে তাকে ওসি পদে আর পদায়ন দেওয়া যাবে না। প্রতিটি পদায়নের জন্য প্রশিক্ষণ ও বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) কমপক্ষে ৮০ নম্বর পেতে হবে। এসিআর-এ বিগত তিন বছরে ‘বিরূপ মন্তব্য’ থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা ওসি পদে অযোগ্য বিবেচিত হবেন।
আর জানা যায়, ওসি পদে পদায়নের জন্য পুলিশ সদর দপ্তর থেকে একটি ‘ফিটলিস্ট’ তৈরি করা হবে। এ জন্য ছয় সদস্যবিশিষ্ট সিলেকশন বোর্ড গঠন করা হবে যার সভাপতি হবেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং সদস্য সচিব হবেন পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার (পিএম-২) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
বদলির ক্ষেত্রে সীমাবদ্ধতা :
একটি থানায় একবার ওসি হিসেবে দায়িত্ব পালনকারীকে দ্বিতীয়বার আর সেই থানায় পদায়ন করা যাবে না। একইসঙ্গে, কোনো থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর চাকরি করার সুযোগ থাকলেও দুই বছরের মাথায় তাকে বদলি করতে হবে। দেড় বছরের আগে বদলির প্রয়োজন হলে পুলিশ সদর দপ্তরের অনুমতি নিতে হবে।
এছাড়া নতুন নীতিমালায় পরিদর্শক (নিরস্ত্র, সশস্ত্র ও ট্রাফিক) পদে পদায়নের জন্যও নির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেমন— পরিদর্শক হিসেবে পদোন্নতির পর প্রথমে বর্তমান ইউনিটেই কাজ করতে হবে,
একই জেলায় তিন বছরের বেশি বা একই রেঞ্জে ছয় বছরের বেশি সময় দায়িত্ব পালন করা যাবে না, কোনো আর্থিক বা নৈতিক অপরাধে গুরুদণ্ড পাওয়া পরিদর্শক ওসি পদে পদায়নের জন্য অযোগ্য হবেন।
বিতর্ক ও মতভেদও আছে :
১৬ এপ্রিল অনুষ্ঠিত পলিসি গ্রুপের সভায় প্রস্তাব রাখা হয়েছিল, ৫২ বছরের বেশি বয়সীদের ওসি না করার। তবে এই প্রস্তাবটি পলিসি গ্রুপের বেশিরভাগ সদস্য প্রত্যাখ্যান করেন। সভায় মোট ২৮টি প্রস্তাব নিয়ে ওসি পদায়ন এবং ২১টি প্রস্তাব নিয়ে পরিদর্শক পদে পদায়ন সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। আগামী সভায় এসব প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুলিশ সদর দপ্তরের অবস্থান:
এ বিষয়ে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাসের মো. খালেদ গণমাধ্যমকে বলেন,
ওসি এবং পুলিশ পরিদর্শক পদায়নের বিষয়টি নিয়ে ১৬ এপ্রিল পলিসি গ্রুপের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উত্থাপিত প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণ শেষে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মতামত লিখুন