কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর নির্বাচনে সভাপতি উজ্জল, সহ-সভাপতি জামশেদ

কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর নির্বাচনে এড. সৈয়দ আহমেদ উজ্জল সভাপতি নির্বাচিত হয়েছেন। ২৪ ভোটের মধ্যে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. তাজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট।
এছাড়া ১৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ।শনিবার (১৭ মে) সকাল ১০ টায় কক্সবাজার কেন্দ্রীয় সমবায় মার্কেটে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩ টায়।
নির্বাচনে বিনাপ্রতিদ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন ব্লক-১ মনজুরুল আলম এবং ব্লক-২ আব্দুর রহিম। ব্লক-৩ সদস্য নির্বাচিত হয়েছেন মো. জোনাইদ এবং ব্লক-৪ এ বিনাপ্রতিদ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন গোলাম আজম শেফাত।
ভোটগ্রহণ শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন