কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবল ঝুলন্ত সেতু, পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

‘সিম্বল অব রাঙামাটি’ নামে পরিচিত রাঙামাটির জনপ্রিয় পর্যটন স্পট ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে। ফলে দর্শনার্থীদের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত সেতুটির কোথাও ৬ ইঞ্চি কোথাও তারচেয়ে বেশি অংশ পানিতে নিমজ্জিত হয়। যার কারণে সেতুতে দর্শনার্থী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেয় রাঙামাটি পর্যটন কর্পোরেশন।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি প্রবেশ করায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সেতুতে পর্যটক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি। সেতু থেকে পানি না নামা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে ঝুলন্ত সেতুটি স্থাপনের পর থেকে কাপ্তাই হ্রদের পানি ১০৪-১০৫ এমএসএল হলে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুটি।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ প্রায় ১০৬ এমএসএল। হ্রদের পানি ১০৮ দশমিক ৫ এমএসএল এর কাছাকাছি আসলে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে হ্রদের পানি কর্ণফুলী নদীতে নিগর্মণ করা হবে।
আপনার মতামত লিখুন