কারাবন্দী ভাইকে গাঁজা দিতে গিয়ে যুবক আটক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক খালাতো ভাইকে গাঁজা পৌঁছে দিতে গিয়ে নয়ন চন্দ্র মণ্ডল (২৪) নামের এক যুবককে আটক করেছে কারারক্ষীরা। শনিবার (৩ আগস্ট) বেলা দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক নয়ন চন্দ্র মণ্ডলের বাড়ি কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকায়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, নয়নের খালাতো ভাই সিনহাত মণ্ডল কয়েক দিন ধরে এই কারাগারে বন্দি। শনিবার দুপুরে নয়ন কারাগারে এসে ‘ভাইকে দেখতে চান’ বলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু প্রধান ফটকের আরপি (রেডিও পোর্টাল) তল্লাশিচৌকিতে তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে কারারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করেন।
নয়নের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় পরে তাঁর শরীর তল্লাশি করা হয়। এ সময় তাঁর প্যান্টের পেছনের পকেট থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গাঁজাসহ এক যুবককে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
আপনার মতামত লিখুন