কুবির আইন বিভাগে মুট কোর্ট সোসাইটির প্রতিযোগিতা

তানভীর মাহিম, কুবি :
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ৩:২৭
কুবির আইন বিভাগে মুট কোর্ট সোসাইটির প্রতিযোগিতা

শিক্ষার্থীদের বাস্তবমুখী আইনচর্চা ও আদালতকেন্দ্রিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগে মুট কোর্ট সোসাইটির আয়োজনে প্রথম মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিভাগীয় ভবনের মুট কোর্ট রুমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মোট ১৬টি দল এতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় দলের শিক্ষার্থীরা বাস্তব আদালতের কার্যক্রমের আদলে যুক্তিতর্ক উপস্থাপন করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের কয়েক শিক্ষক, আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও স্নাতকোত্তর পর্যায়ের কয়েকজন শিক্ষার্থী। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আদালতের কার্যপদ্ধতি, আইনের বাস্তব প্রয়োগ ও বিচারিক কৌশল সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন।

এবিষয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুট কোর্ট সোসাইটির যাত্রা শুরু হলো এই মুট কোর্ট প্রতিযোগিতা মাধ্যমে। এটি আমাদের জন্য খুবই গর্বের বিষয়। এর মধ্যেমে আমাদের শিক্ষার্থীরা আইন চর্চার বাস্তবিক জ্ঞান লাভ করবে। আন্তঃ বিভাগ প্রতিযোগিতার মাধ্যমে এই মুট কোর্ট সোসাইটির যাত্রা শুরু হলেও আমি আশা করি ভবিষ্যতে আরও বহৎ পরিসরে তা অনুষ্ঠিত হবে।’

মুট কোর্ট সোসাইটির সভাপতি মো. মেহরাজ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই আমার একটা স্বপ্ন ছিল কিভাবে কোর্ট রুমে কথা বলা হয়, কিভাবে জাজের সাথে কথা বলা হয়, জাজকে কিভাবে ম্যানেজ করা হয় এসব বিষয়ে অভিজ্ঞতা নেয়ার। আর এর সার্বজনীন মাধ্যম হলো মুট কোর্ট সোসাইটি। আমাদের বিভাগে মুটিং এর প্রাকটিস বহু আগে থেকে থাকলেও প্রতিষ্ঠিত কোনো অঙ্গসংগঠন ছিলো না। আমাদের শিক্ষক এবং সিনিয়রদের অসংখ্য ধন্যবাদ তাদের সার্বিক সহোযোগিতা ও দিক নির্দেশনায় আজ আমরা তা করতে পেরেছি। এর মাধ্যমে সকল শিক্ষার্থী আইন চর্চার বাস্তব অভিজ্ঞতা পাবে এবং অনেকদূর এগিয়ে যাবে বলে আশা করি।’

এটি ছিলো প্রতিযোগিতার প্রথম ধাপ। প্রথম ধাপ শেষে চূড়ান্ত পর্যায়ের জন্য উত্তীর্ণ প্রতিযোগিদের নাম ঘোষণা করা হয়।