কৃষক দলের আয়োজনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ১০ শিক্ষার্থী বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি:
প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ৬:২৫
কৃষক দলের আয়োজনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ১০ শিক্ষার্থী বহিষ্কার

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। রোববার কলেজে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে একটি বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে ওই শিক্ষার্থীরা এ স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর কলেজ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত ১০ শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকদের আগামী শনিবার কলেজে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান জানান, এই প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ অনুমোদিত নয়। শিক্ষার্থীরা কেন রাজনৈতিক স্লোগান দিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের ক্লাসে অংশ নেওয়া স্থগিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।