কোটালীপাড়ায় গণ গ্রেফতারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘গণগ্রেফতারের’ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
রোববার (২০ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, গত ১৬ জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি মহল ওয়াবদার হাটে রাস্তাঘাট বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখসহ ১,৫০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে।
তিনি আরও অভিযোগ করেন, এই মামলার পরিপ্রেক্ষিতে কোটালীপাড়ার বিভিন্ন স্থান থেকে ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যানচালকসহ সাধারণ মানুষদের যাকে পাচ্ছে তাকেই আটক করে চালান দেওয়া হচ্ছে। এভাবে গণগ্রেফতার চালিয়ে সরকার সাধারণ জনগণকে হয়রানি করছে।
এস এম মহিউদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি এভাবে গ্রেফতার চলতে থাকে, তাহলে উপজেলা ও পৌর বিএনপি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিবাদ গড়ে তুলবে— যাতে পুলিশ প্রশাসন আর এভাবে মামলা ও গ্রেফতার করতে না পারে।
আপনার মতামত লিখুন