খুলনা-পাইকগাছা সড়কে খানা-খন্দ, চরম জনদুর্ভোগ

বিরামহীন বৃষ্টিতে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের তালা উপশহরের জেলেপাড়া নামক স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতোমধ্যে স্থানটিতে বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে গিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে যাতায়াতকারী মানুষ। পরিস্থিতি এতটাই নাজুক যে জনসাধারণের পায়ে হেঁটে পার হওয়াটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। খুলনা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর দেখভালে দায়িত্বহীনতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনার কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে।
সরেজমিনে দেখা যায়, তালা উপশহরের খুলনা-পাইকগাছা প্রধান সড়কের জেলেপাড়া এলাকা হতে প্রায় তালা ব্রিজ মোড় পর্যন্ত চলমান রাস্তা ঠিকাদার কর্তৃক খুঁড়ে রেখে দেওয়া ও বিরামহীন বৃষ্টিপাতে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। খুলনা হতে তালা হয়ে পাইকগাছা ও কয়রা উপজেলায় যান চলাচলের একমাত্র প্রবেশপথ এটি। কিন্তু সড়কের উক্ত স্থানে এমন করুণ অবস্থার সৃষ্টি হয়েছে যে বাস, ট্রাকসহ অন্যান্য সকল যানবাহন ওই এলাকা পার হতে গেলেই খাদে পড়ে আটকে যাচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এমনকি পথচারীরা পায়ে হেঁটে পার হতেও পারছেন না। রবিবার দুপুর হতে সড়কটিতে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন বলে জানা গেছে।
তালার মোবারকপুর গ্রামের হাফিজুর রহমান জানান, ঠিকাদার ও আরএন্ডএইচ-এর কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে চরম মাশুল গুনতে হচ্ছে সাধারণ পথচারীদের।
বাস, ট্রাক, পিকআপ, ইজিবাইক, মোটরসাইকেল চালকেরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক জনপদের কর্তা বাবুদের দায়িত্বে অবহেলায় আজ এই মাশুল গুনতে হচ্ছে আমাদের। ভুক্তভোগীরা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।
তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, সড়কের বিষয়টি নিয়ে আমি খুলনা বিভাগীয় প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন মোবাইল টিমের মাধ্যমে দ্রুত রাস্তাটির সংস্কার করা হবে।
আপনার মতামত লিখুন