গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা, কর্তৃপক্ষ নীরব, এগিয়ে এলেন স্থানীয় যুবক

গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ২:৪৩
গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা, কর্তৃপক্ষ নীরব, এগিয়ে এলেন স্থানীয় যুবক

পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ এলাকার রাস্তাটি দীর্ঘদিন বেহাল দশা। পার্শ্ববর্তী জেলা বাগেরহাট এবং কয়েকটি ইউনিয়নের সদরের প্রবেশ মুখ এই গুরুত্বপূর্ণ সড়কটি।

খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন চলছে সাধারণ মানুষের জীবন জীবিকার সংগ্রাম মাটির উপর কাদা রাস্তার কোথাও হাটু সমান পানি। সড়কটি দিয়ে স্কুলগামী শিশু, পার্শ্ববর্তী জেলা বাগেরহাট, জেলার কয়েকটি ইউনিয়ন ও পিরোজপুর সদরের একমাত্র বিনোদন কেন্দ্র ডিসি পার্কে যাওয়ার সহজ রাস্তা ।

রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন ঘটে ছোট বড় দুর্ঘটনা। কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও তারা ব্যাপারে উদাসীন। দায়সারা ও নামমাত্র কিছু কাজ করে চলে যান। যার ফলে দু-একদিনের মধ্যে অবস্থা আরো ভয়াবহ রূপ নেয়।

এমন অবস্থায় এ রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখে এগিয়ে আসেন স্থানীয় যুবক মারুফ পোদ্দার। তিনি নিজ অর্থায়নে রাস্তার সংস্কারের উদ্যোগ নেন। যা সর্বমহলে প্রশংসনীয়।

মারুফ পোদ্দার বলেন,আমি নিজেও রাস্তা দিয়ে চলাচল করি, আমি জানি কতটা কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে স্কুল পড়ুয়া ছোট ছোট শিশুদের দুরবস্থার কথা ভেবে চুপ থাকতে পারিনি। ইটভাটা থেকে ইট এনে লোক দিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে। মানবতার জায়গা থেকে যতটুকু পারা যায় আমি চেষ্টা করছি। স্থানীয় লোকজন আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্য করছেন।

সড়কে চলাচলকারী ও আশেপাশের ব্যবসায়ীরা জানান, রাস্তাটি নিয়ে আমাদের দুর্ভোগের শেষ নাই, এটি আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা এ ব্যাপারে উদাসীন। ঠিক এই সময় মারুফ পোদ্দার এগিয়ে এসে রাস্তার সংস্কারের ব্যবস্থা করে বড় মানবিকতার পরিচয় দিলেন।