গুলশানে চাঁদাবাজি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ৩:২৩
গুলশানে চাঁদাবাজি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গুলশান থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা কয়েক দিন আগে সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ওই দিন তারা ১০ লাখ টাকা আদায় করেন বলেও জানা গেছে।

শনিবার তারা বাকি টাকা সংগ্রহ করতে গেলে আগে থেকেই সতর্ক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে আটক করে।

বর্তমানে অভিযুক্ত পাঁচজনকে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।