গোপালগঞ্জে উত্তপ্ত এনসিপির সমাবেশ: ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ৯:১০
গোপালগঞ্জে উত্তপ্ত এনসিপির সমাবেশ: ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত সমাবেশে বুধবার (১৬ জুলাই) দুপুরে হামলার ঘটনা ঘটেছে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়।

সমাবেশে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুরসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল নিয়ে হঠাৎ করে কয়েকজন যুবক এসে সমাবেশস্থলে হামলা চালায়। তখন এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে অবস্থান করলেও এখনো মঞ্চে পৌঁছাননি।

হামলার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলেও জানিয়েছেন উপস্থিত ব্যক্তিরা। ঘটনাস্থলে ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু চেয়ার ছুঁড়ে ফেলা হয়। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে এনসিপির নেতাকর্মীরা স্লোগান দেন এবং পুলিশের প্রতি অভিযোগ করেন, নিরাপত্তা দিতে না পারলে বলুন, আমরা নিজেরাই নিরাপত্তা নেব।

দুপুর ২টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান।

এর আগে সকালেই গোপালগঞ্জের উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে গোপীনাথপুর ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ আহত হন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে কয়েকজন যুবক পুলিশের গাড়ি ভাঙচুর করছে এবং বলছে, “আমরা এখনো রাজপথে আছি, এই গাড়ি ভেঙে ফেল, আগুন ধরাও।”

এই ঘটনার কিছুক্ষণ পর সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। ইউএনওর গাড়িচালক এতে আহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজকের এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা আমাদের গাড়িবহরে হামলা চালিয়ে পদযাত্রা বানচালের চেষ্টা করছে।

উল্লেখ্য, ১ জুলাই থেকে এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজকের মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল।