গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষে নিহত চার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস গণমাধ্যমকে জানান, চারজনের মৃতদেহ হাসপাতাল মর্গে এসেছে। তাঁদের সবার শরীরে গুলির আঘাত রয়েছে। এ ছাড়া আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অস্ত্রোপচার চলছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেনঃদীপ্ত সাহা (২৫) – গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা, সন্তোষ সাহার ছেলে,রমজান কাজী (১৮) – কোটালীপাড়া উপজেলার বাসিন্দা,সোহেল মোল্লা (৪১) – টুঙ্গীপাড়ার বাসিন্দা, শহরের চৌরঙ্গী এলাকার কেরামত আলী প্লাজায় মোবাইল ব্যবসায়ী ছিলেন।
চতুর্থ নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি।
এদিকে, এ ঘটনায় গোপালগঞ্জ শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির—তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।
সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন