‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি’ ট্রল করা এএসপিকে প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে জুলাই বিপ্লবীদের ওপর হামলার ঘটনার পর, এ নিয়ে ফেসবুকে ট্রলমূলক পোস্ট দেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমান। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মোশফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় এএসপি মোশফেকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে লেখেন, “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি। এ বক্তব্যের মাধ্যমে তিনি গোপালগঞ্জের সমাবেশে হামলার শিকার এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন বলে অভিযোগ উঠে।
রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রধান ফটকে বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা এএসপির প্রত্যাহারের পাশাপাশি গ্রেপ্তারেরও দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান আগেও তাদের আন্দোলনের সময় গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগপন্থী অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হয়রানি করে আসছেন।
জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির বলেন, আমরা একটাই দাবি করছি মোশফেকুর রহমানকে শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, সন্ধ্যার পরপরই সংশ্লিষ্ট পোস্টটি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের পরও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন।
আপনার মতামত লিখুন