চট্টগ্রামে অবতরণের পর বিমান বিকল, দুই ঘণ্টা বন্ধ ছিল উড্ডয়ন-অবতরণ

সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইটে অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিজি-১৩৮ নম্বর ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এরপর রানওয়ের ২৩ নম্বর প্রান্তে গিয়ে উড়োজাহাজটি যান্ত্রিক সমস্যায় পড়ে এবং সেখানেই আটকে যায়। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দরের রানওয়ে কার্যক্রম।
বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে ৩৭৮ থেকে ৩৮৭ জন হজযাত্রী ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিজে থেকে সরতে পারছিল না। পরে বিমান সংস্থার জিইসি টিম বিশেষ পুশ কার্ট ব্যবহার করে সামনের চাকা ঠিক করে এবং ইঞ্জিন চালু করে বিমানটিকে পার্কিং বে-তে সরিয়ে নেয়।
বেলা ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়ার পর বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল ও সহকারী সিকিউরিটি সুপারভাইজার আবদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন