চাঁদপুরে বিএনপির গণমিছিলে মিলনপন্থিদের হামলার অভিযোগ, ১০ নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ৪:৫৩
চাঁদপুরে বিএনপির গণমিছিলে মিলনপন্থিদের হামলার অভিযোগ, ১০ নেতাকর্মী আহত

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির এক পক্ষের ডাকা গণমিছিলে অপর পক্ষের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার রহিমানগর বাজারে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম।

আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানান উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর রহিমানগর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেনের সমর্থনে আয়োজিত গণমিছিলে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিমসহ যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে মিলন সমর্থিত কোনো নেতার পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ওসি আজিজুল ইসলাম জানান, মোশাররফ হোসেন সমর্থিত মিছিলে রহিমানগর বাজার প্রদক্ষিণকালে প্রায় ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় মিছিলে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়, যার ফলে কয়েকজন আহত হন।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ সেলিম তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, “তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে আয়োজিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপির কোনো সমর্থক এই ধরনের হামলা করতে পারে না। হামলাকারীরা ফ্যাসিবাদের অনুসারী এবং বিএনপির শত্রু।”