চিকিৎসার জন্য বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে উন্নত চিকিৎসা নিতে আগ্রহী রোগীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমতি ছাড়াই সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পাঠানো যাবে চিকিৎসা ব্যয়ের জন্য, যা আগে ছিল ১০ হাজার ডলার। এ টাকার মধ্যে পাঁচ হাজার ডলার নগদেও নেওয়ার সুযোগ থাকছে।
সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, নির্ধারিত ১৫ হাজার ডলারের মধ্যে সংশ্লিষ্ট হাসপাতালের নামে ব্যাংক ট্রান্সফার কিংবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পাঠানো যাবে। নির্ধারিত সীমার চেয়ে বেশি পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভারতে চিকিৎসার ভিসা জটিলতার কারণে অনেক রোগী থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক ব্যয়বহুল গন্তব্যে যাচ্ছেন। এসব দেশে খরচ বেশি হওয়ায় পরিবারের সদস্যদের বৈধভাবে ডলার পাঠাতে সমস্যা হচ্ছিল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠানো বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, হুন্ডির মাধ্যমে লেনদেন বাড়লে প্রবাসী আয় কমে যায়, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে।
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহেই আন্তর্জাতিক লেনদেনে ভার্চুয়াল কার্ড ব্যবহারের সুযোগ বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এখন সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি খরচ, শিক্ষাবিষয়ক ফি, ভিসা ও চিকিৎসা ব্যয় আন্তর্জাতিক কার্ডেই পরিশোধ করা যাচ্ছে।
ব্যাংকারদের মতে, নতুন এই সীমা বাড়ানো সিদ্ধান্তে রোগী ও তাদের আত্মীয়দের হয়রানি কমবে এবং চিকিৎসা খাতে বৈধ লেনদেন বাড়বে। বিশেষ করে যারা বিকল্প গন্তব্যে উন্নত চিকিৎসা নিতে চান, তাদের জন্য এটি বড় সহায়তা হবে।
আপনার মতামত লিখুন