চীনের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২২

উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ঘটনাটি ঘটে দুপুর ১২টা ২৫ মিনিটে, যখন রেস্তোরাঁটি খোলা ছিল এবং ভেতরে ক্রেতা ও কর্মীরা অবস্থান করছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে দোতলা ও তিনতলা ভবনজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি সর্বাত্মক তদন্তের নির্দেশও দিয়েছেন।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এবং সিনহুয়া জানিয়েছে, দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে সময় লেগেছে। আগুনের কারণে ভবনের জানালা ও দরজা দিয়ে বিশাল শিখা বের হতে দেখা যায় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
তদন্তকারীরা এখনও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেননি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর বা গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
চীনে অতীতেও জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় দেশজুড়ে জনমনে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন