ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই ঘোষণাপত্র’ দিচ্ছে অন্তর্বর্তী সরকার

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ৮:৪২
ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই ঘোষণাপত্র’ দিচ্ছে অন্তর্বর্তী সরকার

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আগামী মঙ্গলবার বিকাল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রণীত জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। ছাত্র-জনতার গণআন্দোলনের সব পক্ষের উপস্থিতিতে এটি জাতির সামনে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেওয়া হয়। ওই বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়।

ঘোষণাপত্রের লক্ষ্য ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে ২৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, “এই ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হবে, তাদের অবস্থান হবে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক, আর ১৯৭২ সালের সংবিধানের একটি যুগের সমাপ্তি ঘটবে।”

প্রথমদিকে সরকার এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও পরে ঘোষণাপত্র তৈরির প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ শুরু করে। সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ তৈরির কাজ চলে।

চলতি মাসের শুরুতে ঘোষণাপত্রের প্রাথমিক খসড়া তৈরি করে তা বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির কাছে মতামতের জন্য পাঠানো হয়। সংশ্লিষ্ট দলগুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী সংশোধন শেষে চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনায় ‘জুলাই ঘোষণাপত্র’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।