জাতীয় নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ, প্রশাসনে রদবদলের ইঙ্গিত

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগস্ট মাস থেকেই পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগস্টের শুরু থেকে ধাপে ধাপে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকে ঘিরে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলবে নির্বাচনের আগপর্যন্ত।
প্রশাসনের রদবদল নিয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, এসপি ও ওসিদের বদলি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগে যেকোনো সময় এ ধরনের বদলি হতে পারে।
চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যত বড়ই হোক, যে দলেরই হোক—কোনো রেহাই নেই। গুলশানের ঘটনাতেও কেউ ছাড় পায়নি। ভবিষ্যতেও পাবে না।
একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনী নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ৬০ হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, “সরকার নির্বাচনী সুষ্ঠুতা নিশ্চিত করতে সব বাহিনীকে প্রস্তুত রাখছে।
এই পদক্ষেপগুলোর উদ্দেশ্য, নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের আস্থা অর্জন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন