জাতীয় সঙ্গীত গেয়েই ‘অবমাননার’ বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ১৪ মে, ২০২৫, ১১:৫১
জাতীয় সঙ্গীত গেয়েই ‘অবমাননার’ বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ

সিরাজগঞ্জে ‘জাতীয় সংগীত অবমাননার’ প্রতিবাদে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

বুধবার (১৪ মে ২০২৫) সকাল ১০টায় শহরের মুজিব সড়কে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির হাজারো শিক্ষার্থী এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে ‘অবমাননার’ ঘটনার প্রতিবাদ জানান।

সাইদুর রহমান বাচ্চু বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতাকে ধারণ করে স্কুল-কলেজে জাতীয় সংগীত গাওয়া হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়েই আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা খুঁজে পাই। কিন্তু আজ সেই জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের নিয়ে প্রথম প্রতিবাদ শুরু করলাম। ধীরে ধীরে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রতিবাদ ছড়িয়ে দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম। এ সময় বক্তব্য দেন জেলা বাসদের আহ্বায়ক নব কুমার, বিএনপির যুগ্ম সম্পাদক মিলন ইসলাম খান, সহ-দফতর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহকারী শিক্ষক এনামুল করিম, আব্দুল লতিফ, কাওছারুল আজমসহ আরও অনেকে।

প্রতিবাদ কর্মসূচিতে নবম শ্রেণির শিক্ষার্থী ফাল্গুনী রানী প্রেমা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ, পতাকা, মানচিত্র পেয়েছি। যারা সেই ইতিহাস অস্বীকার করে, জাতীয় সংগীতকে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এ দেশের মানুষ সবসময় স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে।

শেষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও উপস্থিত সকলে একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন।