জামায়াত আমির ডা. শফিকুরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুতর ব্লক শনাক্ত হয়েছে। এনজিওগ্রাম পরীক্ষার পর চিকিৎসকরা এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারি করার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
বুধবার (৩০ জুলাই) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম জানান, বাইপাস সার্জারির সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন চিকিৎসকরা। যদিও দলের নেতারা তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন, তবে ডা. শফিকুর রহমান তা প্রত্যাখ্যান করে দেশে থেকেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
এর আগে, ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। তখন নেতাকর্মীদের সহায়তায় কিছুটা সুস্থ হয়ে ফের বক্তব্য শুরু করলেও কিছু সময় পর আবারও পড়ে যান। দ্বিতীয়বার পড়ে যাওয়ার পর মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি।
আপনার মতামত লিখুন