জুলাইয়ের ২১ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৬০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ৫:১৭
জুলাইয়ের ২১ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৬০৬ কোটি টাকা

দেশে রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বাড়ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ১.৭০ বিলিয়ন ডলার)। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২১.৫০ টাকা) অনুযায়ী এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ হাজার ৬০৬ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ২১ দিনে এসেছে ২৬ কোটি ৬০ লাখ ডলার বেশি, যা গত বছর একই সময়ে ছিল ১৪৩ কোটি ডলার।

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স— যা ছিল ওই অর্থবছরের তৃতীয় সর্বোচ্চ। প্রতি ডলার ১২২ টাকা ধরে জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল প্রায় ৩৪ হাজার ৪০০ কোটি টাকা। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৪৭ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার) তুলনায় ২৬.৮ শতাংশ বেশি

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নানা উদ্যোগ, উৎসবকেন্দ্রিক প্রেরণ বৃদ্ধির প্রবণতা এবং হুন্ডির মতো অবৈধ চ্যানেল নিরুৎসাহিত করায় এই প্রবাহ বাড়ছে। সরকারের নীতিগত সহায়তা ও ব্যাংকিং চ্যানেল ব্যবহারে সচেতনতা বাড়ানোয় এই ইতিবাচক প্রবণতা আরও বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।