ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন হাজারের উপরে রোগী

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (৯ মে) সকাল থেকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়টি কক্ষে আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন হাজারের অধিক রোগী। ক্যাম্পে চক্ষু ও শিশু রোগিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া ৩৫ জন ছানী পড়া রোগীদের অপারেশনের জন্য বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের উদ্যোগে এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল বরিশাল শাখার সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ও শিশু চিকিৎসায় অভিজ্ঞ একদল চিকিৎসক দিনব্যাপী সেবা প্রদান করেন।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন জাতিসংঘের সাবেক পুষ্টি বিশেষজ্ঞ, বিশ্বব্যাংকের সাবেক জেষ্ঠ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। এরপর তিনি চিকিৎসা নিতে আসা রোগীরদের কথা বলেন, তাদের খোঁজ খবর নেন।
তিনি বলেন, এর আগেও আমরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, এটি আমাদের দ্বিতীয় আয়োজন। আমরা চাই মানুষের চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য সামজিক সুরক্ষা গণমানুষের দোরগোড়ায় পৌছাতে। বিএনপি’র ৩১দফা’য় যা আছে এগুলো এর মধ্যে পড়ে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের সামাজিক কাজ চলমান রাখবো।
এসময় উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল বরিশালের ব্যবস্থাপক শেখ মোহাম্মদ আলী আশরাফ লিখন। দিনব্যাপী এই ফ্রি চিকিৎসাসেবায় অংশ নেন ডা. শফিকুল ইসলাম, ডা. সুদীপ কুমার বিশ্বাস, ডা. বেনজির বুশরা, ডা. হাসান সালেহীন।
চোখের চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। ছানি রোগীদের অপারেশনের জন্য বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
আপনার মতামত লিখুন