ঝালকাঠিতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুরু

ঝালকাঠিতে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টায় জেলার বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বিসিক উপ-ব্যবস্থাপক ও মেলা কমিটির আহ্বায়ক আলী আজগর নাসির।
বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে ৫০টি স্টল। মেলা চলবে টানা ১০ দিন, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
আয়োজকরা জানান, স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন। পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে এই আয়োজন।
উল্লেখ্য, এই মেলা চলবে ২৪ মে পর্যন্ত।
আপনার মতামত লিখুন