টোল প্লাজায় হামলা ও ১৪ লাখ টাকা লুট: বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ৫:২২
টোল প্লাজায় হামলা ও ১৪ লাখ টাকা লুট: বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

টোল দিতে অস্বীকৃতি জানিয়ে বচসার জেরে রাতে হামলা চালিয়ে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে ১৪ লাখ টাকা লুট করেছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মাহফুজার রহমান রাজুসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন টোল আদায়কারী প্রতিষ্ঠান মেসার্স রানা কনস্ট্রাকশনের পরিচালক মো. নাজমুল আলম।

কী ঘটেছিল টোল প্লাজায়?

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলযোগে তিস্তা সড়ক সেতু পার হচ্ছিলেন গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান ও তার সঙ্গে থাকা ফজলুর রহমান ও আবদুর রহিম। টোল প্লাজার কর্মীরা তাদের টোল দিতে বললে তারা ক্ষিপ্ত হন এবং হুমকি দিয়ে বলেন, “আমরা টোল দেব না, আমাদের লোকজনও টোল দেবে না।”

এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে প্রায় ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল ও অটোযোগে টোল প্লাজায় হামলা চালায়। হামলাকারীরা টোল অফিসে ঢুকে কর্মচারীদের মারধর করেন ও দুইটি ক্যাশবাক্স থেকে ১৪ লাখ টাকা লুট করেন।

প্রথমে ক্যাশবাক্স ভেঙে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন মামলার প্রধান আসামি মাহফুজার রহমান। পরে ম্যানেজার সুরুজ্জামানের ক্যাশঘরে হামলা চালিয়ে আরও ৮ লাখ ২০ হাজার টাকা লুট করেন মিঠু ও আবদুর রহিম।

এ সময় গুরুতর আহত হন টোল প্লাজার ম্যানেজার সুরুজ্জামান (৪০), কর্মচারী জুয়েল ইসলাম (৩৭), মোসলেম উদ্দিন (৪০) ও আক্কাস আলী। আহতদের মধ্যে দু’জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, অন্য দু’জন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মামলায় গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি এলাকার বাসিন্দা বিএনপি নেতা মাহফুজার রহমান রাজুকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী নাজমুল আলম বলেন,

   টোল না দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা হয়েছে। টোল প্লাজার কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তারা নগদ ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। হামলাকারীরা যেই দলের হোক না কেন, তারা এখন সন্ত্রাসী। আমরা অবিলম্বে তাদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, টোল প্লাজায় হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে, আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।