মেহেদি-তানজিদের নৈপুণ্যে শ্রীলঙ্কায় ট্রফি জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিনিধি:
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ৫:৩০
মেহেদি-তানজিদের নৈপুণ্যে শ্রীলঙ্কায় ট্রফি জিতল বাংলাদেশ

দারুণ জয় দিয়ে শ্রীলঙ্কা সফর শেষ করল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। দেশের বাইরে এটি তাদের পঞ্চম সিরিজ জয়।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৩৩ রানের সহজ লক্ষ্য বাংলাদেশ ছুঁয়ে ফেলে ২১ বল হাতে রেখেই। ম্যাচের নায়ক ছিলেন একাদশে ফেরা শেখ মেহেদি হাসান। ক্যারিয়ারসেরা বোলিংয়ে তিনি ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১১ রানে ৪টি উইকেট তুলে নেন।

তানজিদ হাসান দুর্দান্ত ব্যাটিং করে ৪৭ বলে ৭৩ রান করেন, যেখানে ছিল ১টি চার ও ৬টি ছক্কা। তার ইনিংসই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ব্যাকফুটে পড়ে শ্রীলঙ্কা। প্রথম পাঁচ ওভারে হারায় তিন উইকেট। শরিফুল ইসলাম কুসাল মেন্ডিসকে আউট করার পর শেখ মেহেদি ফেরান কুসাল পেরেরা ও দিনেশ চান্দিমালকে। এরপর আসালাঙ্কা ও নিসাঙ্কাকে আউট করে চেপে ধরেন লঙ্কানদের।

শেষদিকে দাসুন শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে শ্রীলঙ্কা। মুস্তাফিজ ৪ ওভারে ১৭ রানে ১ উইকেট ও শরিফুল ৪ ওভারে ৫০ রানে ১ উইকেট নেন।

জবাবে প্রথম বলেই পারভেজ হোসেন শূন্য রানে ফিরলেও তানজিদ ও লিটনের ৫০ বলে ৭৪ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে এনে দেয়। লিটন করেন ২৬ বলে ৩২ রান।

পরে হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তানজিদ ও হৃদয়। তানজিদ ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করে ৭৩ রানে অপরাজিত থাকেন। হৃদয় ২৫ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ দলের জন্য এটি এক ঐতিহাসিক সিরিজ জয়, যা দলটির আত্মবিশ্বাস আরও বাড়াবে।