আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

অন্তর্বর্তীকালীন সরকারের নীরব ভূমিকার কারণে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তৃতা দেন সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত সমাধান, সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমানসহ হাজারো নেতাকর্মী।
আপনার মতামত লিখুন