ঢাবি ছাত্রদল নেতা সাম্যকে কুপিয়ে হত্যা, ক্যাম্পাসে উত্তেজনা

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৩ মে, ২০২৫, ৭:৫৮
ঢাবি ছাত্রদল নেতা সাম্যকে কুপিয়ে হত্যা, ক্যাম্পাসে উত্তেজনা

নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য, ছবি -সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সাম্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন।

সহপাঠীরা জানান, রাতে মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগলে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় সাম্যকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”

সাম্যর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদলের নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছে।