তানজিন তিশাকে নিয়ে মাতৃত্বের গুজব, ফেসবুকে প্রতিক্রিয়া

2 Min Read

সম্প্রতি অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে একটি গুজব নতুন করে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, তার একটি গোপন সন্তান রয়েছে—যার ছবি তিনি ‘লুকিয়ে’ শেয়ার করেছেন।

গুজবটির সূত্রপাত হয় গত ৪ জুলাই (শুক্রবার) রাতে যুক্তরাষ্ট্রে একটি টকশোতে জায়েদ খানের আমন্ত্রণে অংশ নেওয়ার পর। অনুষ্ঠানে তানজিন তিশাকে প্রশ্ন করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?

উত্তরে তিনি বলেন, আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব, মা হব।

এই বক্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, হয়তো ইতোমধ্যে তিনি মা হয়ে গেছেন। কারও কারও দাবি, একটি শিশুর ছবি—যেটি তিশা তার ফেসবুকে শেয়ার করেছিলেন—সেই শিশুই নাকি তার ‘গোপন সন্তান’।

এমন গুজবের জবাবে তানজিন তিশা পরিষ্কারভাবে জানান, এসব গুজব শুনে আমি এবং আমার পরিবার অনেক হাসি পেয়েছে। যাকে নিয়ে এত কথা, সে আমার বোনের সন্তান।

তবে শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে অভিনেত্রী এবার খানিকটা ক্ষোভও প্রকাশ করেন। তিনি লেখেন:

যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার ‘লুকিয়ে রাখা সন্তান’ হিসেবে ভুঁইফোড় পোর্টালে নিউজ করে ২০ ডলার কামাতে চায়, তাদের উদ্দেশে বলছি— এখন পর্যন্ত আমার যত লুকিয়ে রাখা বাচ্চাকাচ্চা আছে, সব যদি আমার কাছে এনে দিতে পারো, তবে আমি ২০ হাজার ডলার দান করব। আর না পারলে নিজেই নিজেকে জুতা মারো—তালে তালে।

তিশার এ মন্তব্যে ভক্তদের প্রতিক্রিয়াও দেখা যায় মিশ্র। কেউ তার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ মজার ছলে সন্দেহও প্রকাশ করেছেন। তবে অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গুজবের কোনো সত্যতা নেই, এবং তিনি এসব ভিত্তিহীন অপপ্রচারে বিরক্ত।

তানজিন তিশা এখনো আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হননি। সোশ্যাল মিডিয়ার এমন ভিত্তিহীন গুজব কতটা ব্যক্তিগতভাবে আঘাত হানতে পারে—তাঁর স্ট্যাটাসেই তা স্পষ্ট।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *